বিশ্ব মেডিটেশন দিবস আজ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রশান্ত ও সুস্থ জীবনের জন্য মেডিটেশন গুরুত্বপূর্ণ। এতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা,কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য বাড়ে বলে চিকিৎসকদের অভিমত।দিনে ২০-৩০ মিনিট মেডিটেশন প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। আজ বিশ্ব মেডিটেশন দিবস।বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন বলে দাবি মেডিটেশন সংশ্লিষ্ট সংগঠনের।দিবসটির প্রবর্তক বৃটিশ নাগরিক উইল উইলিয়ামস। ২০১৯ সাল থেকে বৃটেনে ছোট আকারে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস পালন শুরু হয়। আজ (মঙ্গলবার) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশে সামাজিক-মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো আজ উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে । জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৬টায় শুরু হয়েছে এ কর্মসূচি। এ আয়োজনে একত্রিত হয়েছেন সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণীসহ নানা বয়সী নানা পেশার শত শত মানুষ। দিবস উপলক্ষে শিশুতোষ ছড়া ও গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে কোয়ান্টাম থেকে প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন।ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দিবসটি পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছে কোয়ান্টাম।