বিশ্বনাথ ইউপি নির্বাচনে নৌকা ২ প্রার্থীসহ জামানত হারিয়েছেন ৮ চেয়ারম্যান প্রার্থী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ গত ১৭ জুলাই সোমবার সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে উপজেলার ৫টি অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ইউপি’র বহুল কাঙ্খিত নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারী ২২ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের ২ প্রার্থীসহ ৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্রাপ্ত হয়েছে।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, আ’লীগ মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীর জামানত হারানোয় ঘটনায় সাংগঠনিক সংকটের দিকে এগোচ্ছে উপজেলায় আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম।টানা প্রায় ১৫ বছর ধরে আ’লীগ সরকার ক্ষমতায় থাকার পরও উপজেলার ‘অলংকারী ও রামপাশা’ ইউনিয়নে নৌকার এমন সূচনীয় পরাজয় জনমনে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। কারণ ইউনিয়নে থাকা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড কমিটিতে থাকা নেতাকর্মীরা নিজেদের ভোট দিলেইতো নির্বাচনে নৌকার এমন করুণ পরিণতি হয়না।জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলার অলংকারী ইউনিয়নে আ’লীগের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন, সংগঠক চেরাগ আলী ও রামপাশা ইউনিয়নে আ’লীগের প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী এবং দেওকলস ইউনিয়নে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এমআর টুনু তালুকদার, প্রবাসী আলতাব আলী, মহিলা সংগঠক মোছা. মমতাজ বেগম।

You might also like