বিশ্বনাথ পৌর কাউন্সিলর ফজর আলীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী ও তার শালার বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী ৩নং আদালতে এই মামলাটি দায়ের করেছেন শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী ও লোকমান মিয়ার মেয়ে লন্ডন প্রবাসী আফতেরা বিবি (৫১)। বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীর শালা ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে মাছুম আহমদ (৩৮) কে। আর এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীকে। বাদি আফতেরা বিবি বিবাদী ফজর আলীর খালাশাশুড়ি আর মাছুম আহমদের খালা হন।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ‘মাছুম আহমদ ফজর আলীর যোগসাজসে তার নিকট থেকে ২টি প্লট ও ১টি তিনতলা বিশিষ্ট দালান ক্রয় করার জন্য ৩ কোটি টাকা নেন। কিন্তু বাদিনীর নামে জায়গা ক্রয় না করে বিশ্বনাথ সাব রেজিস্টারের স্বাক্ষর জাল করে অবিকল সাফকবালা ৩টি দলিল সম্পাদনের রশিদ তাকে প্রদান করেন। যা তিনি সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশী দিয়ে দলিলের রশিদের কোন অস্তিত্বই খোঁজে পাননি। তাই তিনি আসামীদের বিরুদ্ধে মামলাটি এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত প্রতিকারের প্রার্থনা করেন।মামলাটি গ্রহণপূর্বক তদন্ত করে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দেয়ার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।অভিযোগের বিষয়ে জানতে বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

You might also like