বিশ্বনাথে বন্যায় মৎস্য খাতে পৌণে ৪ কোটি টাকার ক্ষতি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পুরো সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। সিলেট জেলার প্রায় সব ক’টি উপজেলাও ছিল বন্যার পানিতে সয়লাব। ফলে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় বিভিন্নখাতে ক্ষতিগ্রস্ত হলেও শুধু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্যখাতে।উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বন্যায় প্লাবিত হয়ে দীঘি ও খামারসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বনাথের ৩৩০ হেক্টরের ৩ হাজার ৮শ’ পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ হাজার ৬শ’ খামারী। ওইসব পুকুরে মাছের পরিমাণ নিরূপন করা হয়েছে ১৯০ মেট্টিক টন ও পোনার পরিমাণ ছিল প্রায় ২০ লাখ। অবকাঠামোসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৩ কোটি ৮৬ লাখ টাকা।

উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মৎস্য খামারী মুহিবুর রহমান মাহবুব বলেন, ২ একর জায়গায় ৩টি পুকুরে পোনা ছেড়েছিলাম। ২ দফা বন্যার পানিতে সব পোনামাছ ভাসিয়ে নিয়ে গেছে। ফলে, আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।একই ইউনিয়নের রাউতেরগাঁও গ্রামের একে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আব্দুর রকিব বলেন, মে মাসের বন্যায় আমার ৪টি পুকুরের মাছ রক্ষা করতে পারলেও জুনের বন্যায় সব ভেসে গেছে। আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেব, ভেবে পাচ্ছি না। এখন নতুন করে মাছ ফেলতেও ভরসা পাচ্ছি না।রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের মৎস্য খামারী আবদুস শহীদ আহমদ জানান, আমার ২টি পুকুরের প্রায় ৫ লক্ষাধিক টাকার সব মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী জানান, মৎস্যখাতে ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করে জেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে উপর মহলে পাঠানো হয়েছে। সেখান থেকে কেনো প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত খামারীরা তা পাবেন।

You might also like