বিশ্বে টিকে থাকতে দক্ষ  জনশক্তি প্রয়োজন :মেয়র আরিফ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকেও এর সঙ্গে তাল মিলিয়ে এগুতে হবে। আমরা সেভাবেই আমাদের শিশু-কিশোরদের গড়ে তুলতে চাই এবং শিক্ষাই তাদের বিকাশের একমাত্র চাবিকাঠি।
তিনি বলেন, কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি উন্নতমানের প্রতিষ্ঠান। এটি মূলত ওষুধবিহীন সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার একটি উন্নত মাধ্যম। দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও ভূমিকা রাখবে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট। সমাজের প্রতিটি অভিভাবকের উচিত তাদের সন্তানদের জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়া।১৭ ডিসেম্বর শনিবার রাতে চৌহাট্টস্থ মানরু শপিং সেন্টারে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট সিলেটের উদ্যোগে হেলথি লাইফ স্টাইল প্রসিডিউরস্ আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

যুক্তরাজ্যের খাদ্য পুষ্টি পরামর্শদাতা ও কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন টেক্সাস যুক্তরাষ্ট্রের এনডি, পিএইচডি, এফডিএম কনসালটেন্ট প্রফেসর ডা. মুজিবুল হক্ব, ডা. মামুন পারভেজ, কর্ণেল (অব.) ডা. রোকনুল ইসলাম চৌধুরী (আরইটিডি), ডা. (ইউ) ওয়াহিদুর রব জগলু, ডা. শেখ সমাইনাথ সরকার, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী প্রমুখ।

You might also like