বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদে অক্ষত কোরআন!

নিউজ ডেস্ক
সত্যবাণী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।বিস্ফোরণে পর পুরো মসজিদের কাঁচ, দেয়াল,টাইলস,ফ্যানসহ সব ভেঙে ওলট-পালট হয়ে গেলেও মসজিদে অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র আল কোরআন।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো রয়েছে অক্ষত।স্থানীয় কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, জায়নামাজ,তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিস শরীফ। পুড়েছে জায়নামাজ, প্লাস্টিকের চেয়ার, বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।মসজিদ কমিটির সভাপতি গফুর মেম্বারের ভাই আবুল কাশেম জানান, পুরো মসজিদ ওলট-পালট হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র আল কুরআন। হাদিস শরীফগুলোরও আছে অক্ষত।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে।

You might also like