বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি

সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, নগরির ২৬নং ওয়ার্ডের কদমতলির বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব রফিকুল হককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দূবৃর্ত্তরা। ২৩ অক্টোবর সোমবার রাত ৮.৪৭ মিনিটের দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে এ হুমকি আসে। এ ঘটনায় সোমবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৯৩) করেন।
জিডিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল হক উল্লেখ করেন, সোমবার রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর (০১৮১১-৮৮১৭০৪) থেকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিচয় গোপন রেখে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি তাকে প্রাণনাশেরও হুমকি দেন। এমন কি হুমকিদাতা মুক্তিযুদ্ধ নিয়েও কটাক্ষ করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক গণমাধ্যমকে বলেন, মোবাইল ফোনে তাঁকে সবকিছুতে কথা বলতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার বিষয়ে তিনি রাতেই থানায় জিডি করেছেন। বিষয়টি সুষ্টু তদন্ত করে অপরাধীকে খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জিডির বিষয়টি স্বীকার করে দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। পুজোর কারণে সব অফিসাররা ব্যস্ত আছেন। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হবে।
এদিকে, সিলেটের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

You might also like