বীর মুক্তিযোদ্ধারা বাঙালির জাতীয় জীবনে সবসময় অনুপ্রেরণার উৎস:ইউএনও নুসরাত লায়লা নীরা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট:  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বাঙালির জাতীয় জীবনে সবসময় অনুপ্রেরণার উৎস। বীর মুক্তিযোদ্ধাদের সামনে দেখতে পেলে আমরা উদ্বুদ্ধ হই। তাই আমরা বাংলার এই সূর্য্যসন্তানদের দীর্ঘায়ু প্রত্যাশা করি।গত সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়াধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া অনুষ্ঠানে তিনি সভাপতি’র বক্তব্য রাখছিলেন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগ নেতা মতিউর রহমান মতি, জেলা আ’লীগ নেতা হাজী মোঃ ফারুক আহমদ, প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক নেতা, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা আ’লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া ও বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, জেলা কৃষকলীগ নেতা জাহেদ আলী এবং প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর। অনুষ্ঠানে উপজেলার তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ এবং উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে অনুষ্ঠানের সভাপতি ইউএনও নুসরাত লায়লা নীরা সম্মানীত বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বলগুলো তুলে দেন।

You might also like