বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ভোলা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯৬ বছর বয়সী মালেকা বেগম হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন।তার কিডনি রোগসহ নানা সমস্যাও দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। মালেকা বেগমকে ঢাকায় নিয়ে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ ব্যয় বহনের সামর্থ্য নেই। তাই প্রধানমন্ত্রীর কাছে এ বীরমাতার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানান অধ্যক্ষ সেলিম।

এদিকে, বুধবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার হাসপাতালে বীরমাতা মালেকা বেগমকে দেখতে যান ও তার খোঁজখবর নেন।ভোলা সদর উপজেলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামাল নগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।প্রসঙ্গত, মোহাম্মদ মোস্তফা কামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

You might also like