বৃটিশ ভ্যাকসিনের ফর্মুলা হ্যাকের দাবি অস্বীকার রুশ রাষ্ট্রদূতের

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ বৃটেনের ভ্যাকসিন হ্যাক করার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে আনা হয়েছে তা অস্বীকার করেছেন লন্ডনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত।বৃটেন ও তার মিত্র রাষ্ট্রগুলো একাধারে অভিযোগ করে যাচ্ছে রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিন আসলে বৃটিশ ফরমুলাতে তৈরি।এপিটি২৯ হ্যাকিং গ্র“পের মাধ্যমে এ ফর্মুলা চুরি করেছে রাশিয়া।তবে এ অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে মস্কো।এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়,রোববার প্রচারিত হবে এমন একটি সাক্ষাৎকার দিয়েছেন রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন।গত বৃহস্পতিবার ধারণ করা ওই সাক্ষাৎকারে তিনি বলেন, বৃটেনের এমন অভিযোগের কোনো অর্থই হতে পারে না। আমি এই জাতীয় গল্প বিশ্বাস করি না। এখন যে যুগ চলছে তাতে বৃটেনের ল্যাব থেকে তথ্যচুরিও অসম্ভব।রাশিয়া করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই বৃটেন, যুক্তরাষ্ট্র ও কানাডা দাবি করে, ডিউকস নামের হ্যাকার দল এই ভ্যাকসিনের ফর্মুলা হ্যাক করেছে। এই হ্যাকাররা রাশিয়ার সঙ্গে যুক্ত বলে জানায় দেশগুলো। রুশ গোয়েন্দা সংস্থা সরাসরি তাদেরকে দিয়ে এই হ্যাক করিয়েছে।এছাড়া,বিশ্বজুড়ে আরো বেশ কয়েকটি গবেষণা সংস্থায়ও প্রবেশের চেষ্টা চালান ওই হ্যাকাররা।

You might also like