বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন: আরো ৩ আসামি ৮ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
সত্যবাণী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।এর মধ্যে গ্রেপ্তার মাঈন উদ্দিন সাজুর ৬ দিন এবং আনোয়ার হোসেন সোহাগ ও নুর হোসেন রাসেলকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওই রিমান্ডের আবেদন করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মাসফিকুল হকের আদালত এই আদেশ দেন।এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোপর্দ করলে আদালত পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টিতে এসপি আলমগীর হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।এর আগে গত ৫ অক্টোবর রাত ১টায় নির্যাতিতা নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।

You might also like