ব্রিজ একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একাডেমির হলরুমে দিবসটি উদযাপন করা হয়। একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা সুমিতা দাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক কাজী আঙ্গুর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি অনার্স কলেজ এর ভাইস প্রিন্সিপাল মহি উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ তালুকদার, একাডেমির পরিচালক সোহেল আহমেদ, নির্মানাধিন ৫০ শয্যা বিশিষ্ট গোবিন্দগঞ্জ হসপিটালের পরিচালক আব্দুল মনাফ প্রমুখ।এর আগে সকালে একাডেমির শিক্ষার্থীদের নিয়ে চারটি গ্রুপে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্টিত হয়। বাংলা হস্তাক্ষর প্রতিযোগীতা পরিচালনা করেন একাডেমির শিক্ষিকা ইসরাত জাহান সুহি, সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা করেন সিনিয়র শিক্ষিকা অগ্রণী গোস্বামী।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবীতে রাস্তায় নেমে আসে মানুষ। জারি করা হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। রক্তে ভেসে যায় রাজপথ। গুলিতে বিদীর্ণ হয় বুক। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বক্তারা আরো বলেন, মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে জাতিসংঘ স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে। অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনার প্রতীক ‘শহীদ মিনার’ এখন এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব কটি মহাদেশের বহুভাষিক চেতনার স্মারক।পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি গান সমবেত কন্ঠে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের সুচনা করা হয়। আলোচান সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির সহকারী শিক্ষক হাসিব মেহেদী পরশ।