ব্রিটিশ-আমেরিকা আমাদের বন্ধু-মালিক নয়ঃ মালিক আল্লাহ-পরিকল্পনামন্ত্রী

সত্যবাণী
সিলেট অফিসঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন অবশ্যই-অবশ্যই হবে৷ নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল আছে গন্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। অন্যদেশের মানুষকে এনে বিচার করাতে চায়৷ এই বিচার আমরা মানি না৷ আমাদের আইন-কানুন আমরা মানি।
তিনি বলেন, ব্রিটিশ-আমেরিকা এরা আমাদের বন্ধু, আমাদের মালিক না। মালিক আল্লাহ৷ তারা আসবে, বসবে, চা খাবে, চলে যাবে। ভালো কথা বললে আমরা শুনব। কিন্তু আমাদের ঘরের বিষয়, ভোটের বিষয়, কোর্ট-কাচারির বিষয়, এগুলো আমরা নিজেরা সমাধান করব। কিছু দল আছে, গন্ডগোল লাগিয়ে ক্ষমতায় আসতে চায়, এটা আমরা হতে দেবো না।
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আ’লীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা হাওরের মানুষ, আমরা শান্তি চাই। আমরা জ্বালাও-পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রিজ, স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বার্থের জন্যই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷
বিএনপির তফসিল প্রত্যাখ্যান সম্পর্কে মন্ত্রী বলেন, উনারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। উনারা শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করেনা৷ চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে, এটাতো বিষয় নয়৷ আমরা আমাদের আছে, আমরা আইন মানব, নির্বাচনের বিষয়টা পরিষ্কার আমাদের আইনে আছে, সে অনুযায়ী চলবে। চিঠিতো আসতেই পারে, কেউ না করবে না। চিঠি আসবে, চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিব। আমার দলের কর্তৃপক্ষ আছে তারা দিবে৷
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সহ-সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শাহিনুর রহমান শাহিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম, সহ-সভাপতি তেরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ রুকনুজ্জামান, পশ্চিম পাগলা ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লালন, পূর্ব পাগলা ইউনিয়ন আ’লীগ সভাপতি রফিক খান, দরগাপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেল, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, জয়কলস ইউনিয়ন আ’লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পাথারিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মঈনুল, আব্দুল গণি ভান্ডারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর আহমেদ সোহান, মাজেদুল ইসলাম, উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ, সমীরণ দাস সুবির, নিতাই দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
এরআগে সকালে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর ও কুশল বিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

You might also like