ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে হবে :বিভাগীয় কমিশনার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-’২২ এর শুভ উদ্বোধন হয়েছে।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। তিনি স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন, আমাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি এর অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-’২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি অন্য অতিথিদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-’২২ এ অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

You might also like