ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ ২৯শে মার্চ ১০০জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদান করবে

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক প্লাটফরম ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ আগামী ২৯শে মার্চ হাউজ অব কমন্সে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী ১০০জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে ।গত ২৯ জানুয়ারী শনিবার সংগঠনের এক ভারচুয়েল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের প্রেসিডেন্ট ড: হাসনাত এম হোসেংইনের সভাপতিত্বে ও ডাইরেক্টর জেনারেল আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন – মাহিদুর রহমান ( কেন্ট),মাহতাব মিয়া ও সৈয়দ নাদির আজিজ দারাজ ( নিউক্যাসল ),ডা: নুরুল আলম ( রচডেল ), কে এম আবুতাহের চৌধুরী ,শামসুল আলম লিটন ,আব্দুল কাদের সালেহ ,ব্যারিষ্টার নজরুল খসরু ও সাদিকুর রহমান ( লণ্ডন ),এম এ লতিফ জেপি ( বারমিংহাম ),হাসান মাহমুদ (কানাডা),আনোয়ারুল কবির ( জার্মানী),ড: হুমায়ের চৌধুরী ( সিডনি ),মাহবুব আলম শাহ ( মালয়েশিয়া ),হাসান আলী ( নিউইয়রক ),শরাফত হোসেন বাবু ( ওয়াশিংটন ) প্রমুখ ।
সভায় সিদ্ধান্ত হয় যে -আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃটেনের আরো ৫০ জন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম ঘোষণা করা হবে ।২৯ শে মার্চ হাউজ অব কমন্সের ক্রমওয়েল প্যাভেলিয়নে ১০০জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা প্রদান করা হবে ।সবাইকে মূল্যবান ক্রেষ্ট ,সার্টিফিকেট ও সম্বর্ধনা দেওয়া হবে । যারা জীবিত নেই তাদের উত্তরসূরীদের হাতে মরনোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে ।এ ঐতিহাসিক অনুষ্ঠানকে সফল করে তুলার জন্য ৫টি সাব কমিটি গঠন ও বিশাল অংকের বাজেট প্রণয়ন করা হয় ।সভায় একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকল মহলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয় ।

You might also like