ভারতে গেলেই গ্রেপ্তার করা হবে নোবেলকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
বিনোদনঃ ফের বিতর্কে জড়ালেন ভারতের জি বাংলা সারেগামাপা খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল এহসান নোবেল। এর আগে কিংবদন্তী শিল্পীদের বিরুদ্ধে মন্তব্য করে মানুষের রোষানলে পড়েছিলেন তিনি। এবারে একেবারে প্রতিবেশী দেশের রোষানলে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ত্রিপুরা পুলিশের খাতায় নাম উঠেছে নোবেলের। ত্রিপুরা পুলিশ জানিয়ে দিয়েছে,বিখ্যাত এই গায়ক দেশের মাটিতে পা দিলেই তাকে গ্রেপ্তার করা হবে। সোমবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছেন সুমন পাল নামে ত্রিপুরার এক যুবক। নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানা যায়।সুমন পালের দাবি,নোবেলের ভারতীয় ভিসা বাতিল করা হোক। এছাড়া তার পাসপোর্টও বাজেয়াপ্ত করা হোক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, বেশ কয়েকদিন নোবেলের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন। সেখানে তিনি জানান, তিনি এর জন্য ক্ষমাপ্রার্থনা করেন।তিনি জানান সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার উদ্দেশ্য তার গানের প্রচার ছাড়া আর কিছুই না। এরপর নোবেল তার ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে গোটা বিষয়টি জানিয়েছেন।