ভারতে ২৪ ঘন্টায় ৩.১৭ লাখ কোভিড-১৯ শনাক্ত
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারত: ভারতে গত ২৪ ঘন্টায় ৩.১৭ লাখ কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের এই তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩.৮২ কোটিতে দাঁড়িয়েছে। আজ সকালে ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনে।বৈশ্বিক উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত।ভারতে গতকাল করোনা ভাইরাসে ৪৪১ জনের মৃত্যু ও রেকর্ড সংখ্যক প্রায় ২ লাখ ৮৩ হাজার জনের শরীরে ভাইরাসটি সংক্রামিত হয়েছে। আজকের পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৮৭।বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনের দাঁড়িয়েছে- যা ২৩৪ দিনের মধ্যে সর্বোচ্চ এবং এখন মোট সংক্রমণের ৫.০৩ শতাংশ। ভারতে কোভিড-১৯ থেকে সুস্থতার হার হ্রাস পেয়ে ৯৩.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে করোনা পজিটিভের হার প্রতিদিন গড়ে ১৬.৪১ শতাংশ এবং সপ্তাহে ১৬.৬ শতাংশ।