ভার্চুয়াল কোর্টের অধ্যাদেশ জারি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য জারি করা ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’ আইনে পরিণত হচ্ছে। সোমবার (৮ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অধ্যাদেশটি পরিবর্তন করে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ এসব তথ্য জানায়।

উল্লেখ্য,করোনার কারণে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কাজ পরিচালনার (ভার্চুয়াল আদালত) জন্য জরুরিভাবে গত ৯ মে অধ্যাদেশটি জারি করেছিল সরকার।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে সাধারণ ছুটির পর বর্তমানে আদালতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও কোভিড-১৯ মহামারি রোধকল্পে অধিকতর জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার জন্য অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে হলে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের (বাজেট অধিবেশন) প্রথম বৈঠকের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জাতীয় সংসদে উপস্থাপনপূর্বক অনুমোদন করাতে হবে। এ অবস্থায় আইন ও বিচার বিভাগ থেকে জাতীয় সংসদে উপস্থাপনের লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ শীর্ষক একটি আইনের খসড়া বিল প্রস্তুত করা হয়েছে।প্রস্তাবিত আইনটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

You might also like