ভার্চুয়ালী শপথের পর সশরীরেও শপথ নিয়েছেন হাইকোর্টের ১৮ বিচারপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ভিডিও কনফারেন্সে শপথের পর একই দিন রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারককে পুনরায় শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি।রবিবার (৩১ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ২৯ মে’র প্রজ্ঞাপনমূলে হাইকোর্ট বিভাগের ১৮ (আঠার) জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার পর ৩০ মে শনিবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পাঠ করান।তবে শপথ পাঠ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথ গ্রহণকারী কোনো কোনো বিচারপতির শপথগ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় সশরীরে তাদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। সে অনুসারে শনিবার রাত সাড়ে নয়টায় প্রধান বিচারপতির খাস কামরায় সশরীরে তাদের শপথ পাঠ করান।

এর আগে ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ওই বছরের ৩১ মে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন তারা।১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এএসএম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এসএম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কেএম হাফিজুল আলম।

You might also like