ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন: মাতৃভাষা ফিরে পেলেও বাক স্বাধীনতা ফিরে পাইনি:কাইয়ুম চৌধুরী

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ১৯৫২ সালে জাতির শ্রেষ্ট সন্তানরা মাতৃভাষায় কথা বলা ও বাক স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন। কিন্তু ভাষা আন্দোলনের ৭১ বছর পরও ভাষা শহীদদের সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এখন মাতৃভাষায় কথা বললেও বাক স্বাধীনতা নেই, মানুষ মন খুলে কথা বলতে পারেনা। বর্তমান যুগে জীবনের অবিচ্ছেদ্য অংশ সোশ্যাল মিডিয়ায় সরকারের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। তাই মহান ভাষা শহীদের রক্তের শপথ নিয়ে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তবেই ভাষা আন্দোলনের স্বার্থকতা পাবে।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নগরির জিন্দাবাজার থেকে প্রভাতফেরির মাধ্যমে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বতঃস্ফূর্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা মহান ভাষা আন্দোলনের চেতনা বিরোধী। তাই ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, হাজী আব্দুন নুর চেয়ারম্যান, এডভোকেট এটিএম ফয়েজ, মামুনুর রশীদ চেয়ারম্যান, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ইসতিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট কামাল হোসেন , এডভোকেট মুমিনুল ইসলাম মুমিম, আনোয়ার হোসেন মানিক, ময়নুল হক, কোহিনুর আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, আলী আকবর, সুরমান আলী, আজিজুর রহমান আজিজ, এডভোকেট আল আসলাম মুমিন, বাদশা আহমদ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, অর্জুন ঘোষ, মাহবুব আলম, রায়হান এইচ খান, জাহাঙ্গির আলম জীবন, বখতিয়ার আহমদ ইমরান, ডা. নাজিম উদ্দিন প্রমুখ।

You might also like