ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সকল শিশুকে ভিটামিন এ প্লাস খাইয়ে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।২০ ফেব্রুয়ারি সোমবার সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। কর্পোরেশনের বিনোদিনী নগর মাতৃসদনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিসিক মেয়র।কর্মসূচির আওতায় নগরির ৪২টি ওয়ার্ডে একযোগে নিয়মিত, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ প্লাস প্রদান করা হয়।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮,৮৬৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯,২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হয়েছে। সিসিকের ৪২টি ওয়ার্ডের ২২৩টি ইপিআই টিকা কেন্দ্র, নিয়মিত ২০টি, অস্থায়ী ৮২টি এবং অতিরিক্ত ২৩টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হয়। কর্মসূচি বাস্তবায়নে ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা।

You might also like