ভোক্তা অধিদপ্তরের অব্যাহত অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সিলেটসহ সারা দেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১১৩টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি। ১৯ মার্চ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা মহানগরিতে অধিদপ্তরের ৫টি দল বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
সারা দেশে ৫৪টি দল কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে, ঢাকা বিভাগে ২৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ৯টি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৩টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার ৫০০ টাকা, রংপুর বিভাগে ৬টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা, খুলনা বিভাগে ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৭ হাজার টাকা, বরিশাল বিভাগে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, সিলেট বিভাগে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।