মডার্নার ভ্যাকসিন করোনা ঠেকাতে ৯৫ শতাংশ কার্যকর

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

মার্কিন যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ সংস্থা মডার্না ইনকর্পোরেশন দাবি করেছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিন মহামারী ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। করোনার প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে আক্রান্ত ও মৃতের হার বাড়াতে মানুষ যখন দিশেহারা, এই কঠিন সময়ে এলো এই সুখবর। ফাইজার ও বায়োএনটেকের পর এবার করোনার বিরুদ্ধে আসছে নতুন ভ্যাকসিন।মডার্নার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।মডার্না বলছে, আজ তাদের জন্য একটি দুর্দান্ত দিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতির পরিকল্পনা করছে সংস্থাটি। যদিও এখনো অবধি তা প্রাথমিক তথ্য। অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি আসেনি এখনো।বিবিসি জানায়, চার সপ্তাহের ব্যবধানে প্রায় ৩০ হাজার করোনা রোগীর দেহে ভ্যাকসিন পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকরী।

প্রথম পর্যায়ে মডার্না প্রায় ২ কোটি ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশগুলোতেও নিজেদের ভ্যাকসিনটি অনুমোদনের জন্য চেষ্টা চালাচ্ছে তারা।আগামী বছরের মধ্যে তারা সমগ্র বিশ্বে ১০০ কোটি ভ্যাকসিন উৎপাদন করার কথা জানিয়েছে সংস্থাটি।মডার্না ছাড়াও অনুমোদনের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিন। এর আগে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনও দেশটির স্বাস্থ্য বিভাগ কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন চলছে তৃতীয় ধাপের ট্রায়াল।ভ্যাকসিন আবিষ্কারকরা আশা করছেন, আগামী বছরের শীতের মধ্যে মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

You might also like