মদিনায় মডেলদের ফটোশুটে নিষেধাজ্ঞা

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

সৌদি আরবঃ করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার আগে বিশ্বখ্যাত মডেলরা নিয়মিত ফটোশুট করেছেন পবিত্র মদিনার ঐতিহ্য অনুচ্চ পার্বত্য অঞ্চল।বিস্তীর্ণ বালু রাশিতে আঁটোসাঁটো পোশাকে ছবির জন্য পোজ দেন মডেলরা।এই ফটোশুট নিয়ে প্রবল বিতর্ক উঠে সৌদিতে।তারপর এই রকম মডেলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি কর্তৃপক্ষ।খবর আরব নিউজ

দেশটিতে রোববার একটি নতুন আইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সৌদিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মডেলিং বন্ধ থাকবে।মুসলমানদের পবিত্র স্থান মদিনার ৩০০ কিলোমিটারের মধ্যে আল উলা শহর। আর এই এলাকাটি ফটোশুটের স্থান হিসেবে বেশ জনপ্রিয়। এখানকার পাহাড়ি এলাকা ও বালু রাশিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের দেখা যাচ্ছে খোলামেলা আঁটসাঁট পোশাকে ফটোশুট করতে। এরকম কিছু ছবি গত ৮ জুলাই ‘ভোগ-আরাবিয়া’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়।

কেট মসের ওই প্রচ্ছদ ছবি নিয়ে সৌদিতে সমালোচনার ঝড় ওঠে। পবিত্র নগরি মদিনায় এমন খোলামেলা ছবি তোলায় প্রবল আপত্তির সৃষ্টি করেছে সৌদি আরবের মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এই ঘটনায় সৌদি রাজ পরিবারকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।এরপরই দেশটির কর্তৃপক্ষ ফটোশুটের উপর নিষেধাজ্ঞা জারি করে।জানা যায়, আল উলার বালু রাশিতে ২৪ ঘণ্টা ধরে চলে ওই ফটোশুট। এতে অংশ নেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং অ্যালেক ওয়েকের মতো মডেলরা। ফটোশুটটির আয়োজন করেছিল লেবানীয় ডিজাইনার এলি মিজরাহি।

You might also like