মমতা ব্যানার্জির ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, মমতা ব্যানার্জিকে পররাষ্ট্রমন্ত্রী একটি শোক বার্তা পাঠিয়েছেন।টুইটের শোকবার্তায় তিনি অসীম ব্যানার্জির আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে প্রয়াত ব্যানার্জির পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।প্রসঙ্গত, মমতা ব্যানার্জির ভাই অসীম ব্যানার্জি করোনা আক্রান্ত হয়ে শনিবার (১৫ মে) মৃত্যুবরণ করেন।উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি জয়লাভ করায় গত ২ মে তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।