মহিলা আওয়ামীলীগকে আরও সুসংগঠিত হতে হবে : এমপি হাবিব

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহিলা আ’লীগকে সু-সংগঠিত হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঠিক সেভাবে আমাদেরকেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয়, দেশ যখন উন্নয়ন-অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। এদের এই হীন উদ্দেশ্য আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাস্তবায়ন করতে দেবে না। তিনি প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে মহিলা আ’লীগের নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।এমপি হাবিব শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা চন্ডিপুলে বাংলাদেশ মহিলা আ’লীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা মহিলা আ’লীগ সভাপতি সালমা বাছিতের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা সুলতানা, যুগ্ম-সম্পাদক হেলেন আহমদ ও মাধুরী গুণ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, তথ্য ও গবেষণা সম্পাদক সাদেকা পারভীন প্রমুখ।সম্মেলনে বেদানা বেগমকে সভাপতি ও হালিমা বেগমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

You might also like