মহিলা পরিষদ সিলেট জেলা সম্মেলন সম্পন্ন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩ মার্চ শুক্রবার বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম জাতীয় পতাকা ও জেলা সভাপতি ছবি রানী হাওলাদার সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।জেলা সভাপতি ছবি রানী হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাজেরা আক্তার, উদীচী জেলা সভাপতি এনায়েত হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল। সভায় রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, ভিকটিম সার্পোট সেন্টার সিলেটের ইন্সপেক্টর মাছুদা বেগম। শোক প্রস্তাব পাঠ করেন জেলা সহ-সভাপতি রীণা কর্মকার। ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা অর্থ সম্পাদক কৃষ্ণা ঘোষ অধিকারী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নির্বাহী সদস্য শ্রাবন্তী কর ইমা, নৃত্য পরিবেশন করেন গৌরী রাণী দাস। দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহনাজ চৌধুরী লাকী, লিগ্যাল এইড রিপোর্ট পেশ করেন নির্বাহী সদস্য ঊষা রানী মল্লিক, আন্দোলন উপ-পরিষদের রিপোর্ট পেশ করেন জেলা আন্দোলন সম্পাদক রমলা তালুকদার, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের রিপোর্ট পেশ করেন নির্বাহী সদস্য অপর্ণা গুণ সেবা, সমাজকল্যাণ উপ-পরিষদের রির্পোট পেশ করেন সদস্য মুক্তা দে, অর্থ উপ-পরিষদের রিপোর্ট পেশ করেন জেলা অর্থ সম্পাদক কৃষ্ণা ঘোষ অধিকারী ও সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল। উপস্থাপিত রিপোর্টের উপর আলোচনা করেন সাধারণ পরিষদের সদস্যবৃন্দ। পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করেন জেলা সভাপতি ছবি রাণী হাওলাদার।প্রস্তাবিত নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা।সম্মেলনে ছবি রাণী হাওলাদারকে সভাপতি ও রওশন আরা মুকুলকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উম্মে সালামা বেগম।