মাত্র দুই মাসে অর্ধ মিলিয়ন পাউন্ড ফান্ড সংগ্রহ করে ভবন ক্রয় করল খিদমাহ একাডেমি স্ট্র্যাটফোর্ড
নিউজডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ মাত্র দুই মাসে অর্ধ মিলিয়ন পাউন্ড ফান্ড সংগ্রহ করে নিজেস্ব ভবন ক্রয় করেছেন পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের স্ট্র্যাটফোর্ড স্টেশন সংলগ্ন ভিকারেজ লেইনের খিদমাহ একাডেমি কমিউনিটি সেন্টার। গত ১৫ বছর যাবত এখানেই পরিচালিত হয়ে আসছে এই সেন্টারটি। প্রতি শুক্রবার তিনটি জুম্মার জামাতসহ প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজ, শিশু ও বয়স্কদের ইসলামিক শিক্ষা দেয়া হয়ে থাকে এই সেন্টারে। আগামীতে বয়স্ক ও মহিলা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ৪ তলা ভবন নির্মানের স্বপ্ন দেখছেন বর্তমান কমিটির নেতৃবৃন্দ।
গত ২০ সেপ্টেম্বর বাদ জোহর খিদমাহ একাডেমির নেতৃবৃন্দ উপস্থিত মুসল্লিদের জানান, বর্তমান কমিটির সভাপতি কমিউনিটি নেতা শাহ মুনিমের নেতৃত্বে দীর্ঘদিনের প্রচেস্টার পর স্থানীয় কমিউনিটি, মুসল্লিসহ সেন্টার পরিচালনা কমিটির ঐক্যবদ্ধ প্রচেস্টায় শেষ পর্যন্ত বাড়ায় পরিচালিত সেন্টারের জায়গা ক্রয় করতে সমর্থ হয়েছে খিদমাহ একাডেমি।
বর্তমানে ৩০০ হাজারের বেশি কর্জে হাসানা পরিশোধে কমিউনিটির সকলের সহযোগিতা চেয়েছেন খিদমাহ একাডেমির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খিদমাহ একাডেমির সভাপতি কমিউনিটি নেতা শাহ মুনিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাবেল, ট্রেজারার মৌলভী লুতফুর রহমান,সাবেক সভাপতি আলহাজ্ব ছান মিয়া, ট্রাস্টি মাওলানা মো: গোলাম কিবরিয়া, প্রফেসর মোহাম্মদ আলী ফার্মার,মোহাম্মদ ছয়ফুল রহমান আলী, মোহাম্মদ নজমুল ইসলাম,আজিজুল হক জুনেদ,মোস্তাফিজুর রহমান,মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সামছুল আলম,মাওলানা আবুল কালাম, দুদু মিয়া, হাজী কয়সর আহমদ, মাওলানা সাদিকুর রহমান,জালাল উদ্দিন,হাজী আব্দুল করিম প্রমুখ।