মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ায় সময় নারী ইউএনওকে না রাখার সুপারিশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের নারী আন্দোলনের প্রবীন নেত্রী শীলা রায়, সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার দাস রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার ও মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী প্রমুখ।বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে ইউএনওর বিকল্প চেয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নারীর ক্ষমতায়ন, আইন ও সংবিধাববিরোধী। ইউএনও পদটি নারী কিংবা পুরুষ নয়, এটি একটি প্রতিষ্ঠান। তাই এই পদে যিনি থাকবেন, তাকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে।

You might also like