মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করার অঙ্গীকার করতে হবে- সুনামগঞ্জে সুধি সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশে বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারন করছে না মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী এই পুরনো সংগঠন বাংলাদেশআওয়ামীলীগ। বঙ্গবন্ধর নেতৃত্বে তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ স্বাধীন ভ’খন্ডের জন্য অস্ত্র হাতে তুলে দিয়ে সংগ্রাম করতে গিয়ে ত্রিশলাখ ভাই শহীদহয়েছিলেন এবং দু’লাখ মাবোন ইজ্জত দিয়েছিলেন একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হবে। যেদেশে প্রতিটি ধর্মের মানুষরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবেন। কিন্তু আজ সাম্প্রদায়িক গোষ্টি মাথা ছাড়া দিয়ে উঠেছে জঙ্গীবাদের আস্তানা গড়ে তুলেছে। তিনি আরো বলেন ইতিহাস ঐতিহ্য গাঁথা আমাদের মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করে মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। নয়ত এই দেশটা সামনে এগোতে পারবো না। কেননা রাষ্ট্রের চার মূলনীতি বিএনপি ধবংস করে দিয়েছে বর্তমান সরকারও এই নীতি থেকে সরে গেছে তিনি আরো বলেন, বিএনপি কিংবা আওয়ামী লীগকে দিয়ে মুক্তিযুদ্ধের পুনরুদ্ধার করা সম্ভব নয়। এক সময় জেলা ও কেন্দ্রে আওয়ামী লীগের নেতারা ছিলেন মধ্যবিত্ত শ্রেণি থেকে আসা লোকজন। এখন সব পুঁজিপতি ও অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছে।
আজ সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টি(সিপিবির) আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুধি সমাবেশে তিনি এই মন্থব্য করেন।
সুনামগঞ্জের হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা উদীচীর সভাপতি ও নারীনেত্রী শীলা রায়,শিক্ষাবিদ ধূর্জুটি কুমার বসু,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরি ভট্রাচার্য্য,জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি ও অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার,জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. রবিউল লেইছ রোকেশ।