মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক সৈয়দ আব্দুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক                             সত্যবাণী

সিলেট:  বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব  সৈয়দ আব্দুর রহমান
আর নেই। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ৩টায় সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো  ৯১ বছর। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

প্রবাসীদের দানকৃত সহযোগীতার চেক স্বাধীন বাংলাদেশের উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের হাতে তুলে দিচ্ছেন সৈয়দ আব্দুর রহমান।

 

সৈয়দ আব্দুর রহমান  ১৯৫৭ সালে প্রথম ব্রিটেন আসেন। বিলেতের কমিউনিটি উন্নয়ন আন্দোলনে তাঁর রয়েছে অনেক  অবদান। ১৯৬৪ সালে বিলেতে  হালাল চিকেন ব্যবসা শুরু করেন তিনি। বিবিসি-৪ এর অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনে হালাল চিকেন ব্যবসা তিনিই প্রথম শুরু করেন। এডভেঞ্চার প্রিয় এই মানুষটিই প্রথম বাঙালী, যিনি ১৯৬৬  লন্ডন থেকে পূর্ব পাকিস্তানে গাড়ি চালিয়ে গিয়েছিলেন।

বিবিসি-৪ এর অনুসন্ধান মতে সৈয়দ আব্দুর রহমানই ব্রিটেনের প্রথম হালাল চিকেন ব্যবসার প্রবর্তক। ছবি: সৈয়দ নাহাস পাশার সৌজন্যে।

 

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে ব্রিটেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৈয়দ আব্দুর রহমান। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষনের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টে গমনকারী  প্রথম বাঙালি প্রতিনিধিদলের অন্যতম সদস্য  ছিলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনেও দেশের প্রথম সরকারের প্রতি  তাঁর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সদ্য প্রয়াত সৈয়দ আব্দুর রহমান।

১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টে গমনকারী প্রথম প্রতিনিধি দল। সর্বডানে সৈয়দ আব্দুর রহমান। ছবি: মিলু কাশেমের সৌজন্যে।

 

 

 

 

 

You might also like