মোমেন-রাব ভার্চ্যুয়াল বৈঠক: প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে চাপে রাখতে সমর্থন বৃটেনের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে রোহিঙ্গাদের রাখাইনে ফেরা নিশ্চিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে সব ধরনের সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সোমবার ওই বৈঠক হয়। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নেদারল্যান্ডস সফরে রয়েছেন। তার আগে তিনি লন্ডন সফরে ছিলেন। সেই সময়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মুখোমুখি বৈঠকের অ্যাপয়েনমেন্ট ছিল। কিন্তু দোহায় আফগান ইস্যুতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে অংশ নিতে যাওয়ায় মোমেন-রাব মুখোমুখি সেই বৈঠক হয়নি। তখন বলা হয়েছিল বৈঠকটি রি-শিডিউল হচ্ছে। মোমেন-রাব ভার্চ্যুয়াল বৈঠক বিষয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বৈঠকে মিস্টার রাব রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশে থাকা শরণার্থীদের মর্যাদাপূর্ণ জীবন, রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং মিয়ানমারের ওপর চাপ ধরে রাখতে বৃটেনের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি মতে, দ্বিপক্ষীয় ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীদ্বয় বাংলাদেশ ও বৃটেনের মধ্যকার শক্তিশালী সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও বৃটেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিকে স্বাগত জানান। বৃটিশ মন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতার সেফগার্ড বা সুরক্ষার জন্য আফগানিস্তান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়- কপ-২৬ এবং পরবর্তী বিষয়াদিকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগে বৃটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন বৃটিশ মন্ত্রী। বিশেষত বাংলাদেশে কয়লা থেকে ক্লিন এবং রিনিউবাল এনার্জিতে রূপান্তর এবং ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো টার্গেট’-এ পৌঁছানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তাতে বৃটেনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ইউকে ট্রেড ডায়ালগকে স্বাগত জানান এবং দুই দেশের বাণিজ্য শক্তিশালীকরণে সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।