মৌ’বাজারে অভিনব কায়দায় প্রতারণাঃ ব্যাংক থেকে টাকা নিয়ে চম্পট
সিলেট অফিস
সত্যবাণী
মৌলভীবাজারে ডাচ-বাংলা ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের ৮১ হাজার টাকা ছিনতাই করেছে একটি চক্র। এই ঘটনায় ব্যাংকের ভেতরে গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
মৌ’বাজার থেকে সংবাদদাতা জানান,বুধবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী রুমেল। নগদ ২ লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে ১ হাজার টাকার নোট দেয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা ১ হাজার টাকার বান্ডিল দিতে অনিচ্ছা প্রকাশ করে ৫শ’ টাকা নোটের বান্ডিল প্রদান করেন।
তখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি রুমেলকে বলেন তিনি ১ হাজার টাকার বান্ডিলে এক্সচেঞ্জ করে দেবেন। টাকা হাতে নেয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য নিস্তেজ অনুভব করেন। তখন ওই চক্র নগদ ৮১ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
চৌধুরী রুমেল গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির হাতে থাকা বান্ডিল গুণতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। টাকা হাতে নেয়ার পরই আমি নিস্তেজ অনুভব করি। কিছু মুহূর্তের জন্য সবকিছু আমার কাছে এলোমেলো মনে হয়। আমি আনুমানিক ৫ মিনিট পর একটু স্বাভাবিক হলে গুণে দেখি তারা আমার কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়ে গেছে। পরবর্তীতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায় তারা বেলা ১১টা ৭ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম, আমাদের ব্যাংকের একজন গ্রাহকের সঙ্গে কয়েকজন লোক গল্পগুজব করে চলে গেছেন। এরপর তিনি বুঝতে পারেন উনার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এসে বিষয়টি দেখে গেছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, থানায় ব্যাংকের একজন গ্রাহক অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।