যুক্তরাষ্ট্রের ‘নজিরবিহীন হামলায় হতাশ’ কর্মকর্তার পদত্যাগ
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
মার্কিন যুক্তরাষ্ট্রঃ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে সহিংস হামলা চালান ও ভাঙচুর করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।লজ্জাজনক এ ঘটনার পর হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা পদত্যাগ করেছেন।এছাড়া, যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর ম্যাথিউ পটিঙ্গার পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায় ‘ক্যাপিটলে হামলা এবং বিক্ষোভকারীদের উসকানি দেওয়ায় হতাশ হয়ে’ পদত্যাগ করেছেন ম্যাথিউ।সিএনএন জানায়, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর রবার্ট ও’ব্রায়ান, ডেপুটি চিফ অব স্টাফ ক্রিস লিডেল সহ আরও অনেকেই পদত্যাগের চিন্তা-ভাবনা করছেন।