যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেনট সোসাইটি বলেছে, হাসপাতালগুলোর পরিস্থিতি শোচনীয়, গাজার মানবিক অবস্থা করুণ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’র উদ্যোগে যুদ্ধ বিধ্বস্ত গাজা – ফিলিস্তিনি মানুষের সাহায্যার্থে প্রায় সাড়ে তিন হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

১৪ ই মার্চ বৃহস্পতিবার নর্থ লন্ডনের মেডিক্যাল এইড ফর প্যালেস্টিনিয়ান (ম্যাপ) অফিস কর্তৃপক্ষের কাছে ব্যাংকে জমাকৃত এই অনুদানের রিসিট তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত ১২ই নভেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের এজিএমে গাজার দুঃস্থ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সাহায্যার্থে এই তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুদান প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মারুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু আকবর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ড. মোহাম্মাদ কামরুল হাসান, মোহাম্মাদ আবুল কালাম ও বেলাল রশীদ চৌধুরী প্রমুখ।

যুদ্ধ বিধ্বস্ত গাজা – ফিলিস্তিনি মানুষের সাহায্যার্থে অর্থ প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে বিশ্ববাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ২৯ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ও হাজার হাজার আহত গাজাবাসী মানবেতর জীবন যাপন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের নেতৃবৃন্দ গাজাবাসী ফিলিস্তিনি জনগনের পাশে সব সময় থাকবেন বলে উল্লেখ করেন।

You might also like