রশিদপুর-২ নং কূপে পাওয়া গেছে আরও ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাস

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটে এবার আরও ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সিলেট বিভাগের হবিগঞ্জের রশিদপুর-২ নম্বর গ্যাসকূপ অনুসন্ধানে নতুন এ গ্যাস স্তরের সন্ধান পাওয়া যায়। ২৮ জানুয়ারি রোববার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায় নতুন করে পাওয়া এই গ্যাসের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ হাজার ৬৭০ কোটি টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুর-২ নম্বর কূপে ওয়ার্কওভারের মাধ্যমে আপার স্যান্ড টপ জোনে টেস্টিং করে গ্যাস স্তরের সন্ধান পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যে দৈনিক ৮০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের বর্তমান বাজারে গড়মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা ।
এরআগে, গত ২৬ নভেম্বর দেশের সবচেয়ে পুরোনো গ্যাসক্ষেত্র হরিপুরের ১০ নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। খননকাজ শেষে ওইদিন গ্যাস প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ডস লিঃ (এসজিএফএল)। গতবছরের জুনে এই কূপ খনন কাজ শুরু হয়। ১৪৯ কোটি টাকায় সিলেট-১০ নম্বর কূপ খনন করে চীনা কোম্পানি সিনোপেক। কূপটিতে প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ।
তার আগে, গত ২২ নভেম্বর সিলেটের কৈলাশটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

You might also like