রাজকীয় পদকে ফিক্সিং, প্রিন্স চার্লসের সহযোগীর পদত্যাগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনে রাজকীয় পদক প্রদানে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এমন কেলেঙ্কারির খবর ফাঁস করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম সানডে টাইমস ও মেইল। এ নিয়ে বিতর্কের জেরে ব্রিটিশ রাজপুত্র চার্লসের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী মাইকেল ফাউসেট পদত্যাগ করেছেন।

অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অনুদানের বিনিময়ে মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজ নামের এক সৌদি ধনকুবেরকে ব্রিটেনের রাজকীয় পদক সিবিই পেতে সহযোগিতা করেছেন মাইকেল ফাউসেট।দীর্ঘ সময় ধরে প্রিন্স অব ওয়ালস চার্লসের সহযোগী হিসেবে কাজ করেছেন অভিযুক্ত মাইকেল ফাউসেট।মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজ ২০১৬ সালের নভেম্বরে বাকিংহাম রাজপ্রাসাদে চার্লসের হাত থেকে সিবিই পদক গ্রহণ করেন। ব্রিটেনে রাজকীয় অনুষ্ঠানের একটা আনুষ্ঠানিক তালিকা থেকে। সেখানে মাহফুজের পুরস্কারের বিষয়টি উল্লেখ ছিল না। এ পুরস্কার পেতে দেড় মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ খরচ করেছিলেন।পদকে কেলেঙ্কারির বিষয়টি নিয়ে চার্লস ফাউন্ডেশন তদন্ত করছে বলে জানিয়েছে।

You might also like