রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা
নিউজ ডেস্ক
সত্যবাণী
রাজশাহী: গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
শনিবার বিকেলে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে মাসুদকে খুঁজে বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া একদল শিক্ষার্থী। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারধর শুরু করে। পরে আহত অবস্থায় শিক্ষার্থীরা তাকে প্রথমে মতিহার ও পরে বোয়ালিয়া থানায় নিয়ে যান। গুরুতর আহত হওয়ায় মাসুদকে হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, রাতে মাসুদকে হাসপাতলের জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের কয়েক জায়গায় জখম ছিলো। তার অবস্থাতেও ভালো ছিলো না। তাকে দ্রুত ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আব্দুল্লাহ আল মাসুদকে গণপিটুনি দেওয়া হয়েছিল। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তার অবস্থা খারাপ দেখে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ওসি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পরে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। যেহেতু মতিহার থানা এলাকায় তাকে গণপিটুনি দেওয়া হয়েছে, সেহেতু ওই থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।