রাতে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
সত্যবাণী

দোহা: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত থেকে। প্রথম দিনেই ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আর দিবাগত রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। তবে লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষের পর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকেও ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্ক্যালোনির শিষ্যরা।শেষ চারের টিকিটের খোঁজে আর্জেন্টিনার সামনে এবার নেদারল্যান্ডস। যারা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। আর্জেন্টিনাকে ডাচ বাধা টপকাতে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, দ্বিতীয় সারির দল নামিয়ে ক্যামেরুনের বিপক্ষে হারলেও বিশ্বকাপে ফেবারিটের মতোই খেলছে লাতিন আরেক জায়ান্ট ব্রাজিল। পর্তুগালকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। গত সোমবার (৫ ডিসেম্বর) দোহার নাইন সেভেন ফোর স্টেডিয়ামে সন ইয়ং-মিনদের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেইমার-রিচার্লিসনরা।এদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে চার দলের একটি, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। গ্রুপ পর্বের দুই জয় এবং এক ড্রয়ের পর শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে ফন গালের দল। ফলে সেমির টিকিট পেতে তারাও ছাড় দেবে না দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।এছাড়া জাপানের বিপক্ষে ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ভাগ্য গড়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। এবার কোয়ার্টার ফাইনালে তাদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।এদিকে, যদি কোয়ার্টার বাধা টপকাতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা, তবে সেমির লড়াইয়ে মুখোমুখি হবে লাতিন এ দুই পরাশক্তি।

You might also like