রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

রাশিয়া: রাশিয়ার নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন।আলজাজিরা জানায়,সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর বার্ষিক প্যারেড পরিদর্শনের সময় এ ঘোষণা দেন পুতিন।রুশ নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনায় সক্ষম পারমাণবিক ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজও দেওয়া হবে বলে তিনি জানান।রুশ প্রেসিডেন্ট জানান, নৌবাহিনীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুক্ত হচ্ছে।এ বছরেই সেগুলো রুশ বাহিনীতে যুক্ত হবে।

তিনি বলেন, বিশ্বের কোনও দেশের কাছে নেই এমন সব অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি রুশ বাহিনীকে দেওয়া হবে।হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-সক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে বলে পুতিন জানান।এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আলাদা এক বিবৃতিতে জানান, সমুদ্রের নিচে কাজ করতে সক্ষম পজিডোন ড্রোন বহনকারী সাবমেরিন এর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। একইসাথে নতুন অস্ত্র পরীক্ষার কাজও চলছে বলে তিনি জানান।

You might also like