রুস্তমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীতে নাম রেজিষ্ট্রেশন শুরু

সত্যবাণী
সিলেট অফিসঃ সিলেটের দক্ষিণ সুরমার আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ’২৪ উদযাপনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের নাম রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সহজ করতে একটি ওয়েব পেইজ খোলা হয়েছে। এই https://www.ahs-reunion.xyz ওয়েব পেইজে গিয়ে নিজ নিজ নাম রেজিস্ট্রেশনের করতে হবে। এর মাধ্যমে বিগত ৪৩ বছরের ইতিহাস সহজেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুরের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ’২৪ উদযাপন কমিটির আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান। ২১ অক্টোবর শনিবার রাত ৮টায় স্থানীয় ইলাশপুরস্থ রফিক মিয়ার বাড়ি প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে-বিদেশে বিদ্যালয়ের হাজার-হাজার শিক্ষার্থী রয়েছেন, সবাই হয়তো পুনর্মিলনী অনুষ্ঠানে স্বশরীরে অংশ নিতে পারবেন না। তবে এই ওয়েব পেইজে নাম রেজিস্ট্রেশনের ফলে তারা তাদের সহপাঠীরা কে কোথায় আছেন, তা সহজেই পেয়ে যাবেন। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি স্মারক প্রকাশিত হবে, প্রকাশিতব্য স্মারকে রেজিস্ট্রেশনকারী সকল শিক্ষার্থীর নাম থাকবে। তাই এই সুযোগ কেউ যাতে হাতছাড়া না করেন সেদিকে প্রাক্তন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক মোঃ সানোয়ার আলী জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দা সেলুফা বেগম ও সৈয়দ শফিউল আলম শিপু উপস্থিত হয়ে অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। তারা সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে এই https://www.ahs-reunion.xyz ওয়েব পেইজে গিয়ে নিজ নিজ নাম রেজিস্ট্রেশনের অনুরোধ জানান। তারা জানান, নাম রেজিস্ট্রেশনে যতো ধরণের সহযোগিতা প্রয়োজন তারা করবেন বলেও আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন, সাইস্তা মিয়া, মুতলিব আলী, রেজোয়ান হোসেন, মোঃ মাছুম চৌধুরী, মোহাম্মদ রফিক মিয়া, সানোয়ার আলী, আলী আহমদ, রিদওয়ান মিয়া, জয়নাল খান, আব্দুল হামিদ, মাহবুব আহমেদ, মোঃ মলিক মিয়া, শাহনুর রহমান, সুমন আহমেদ, গিয়াস উদ্দিন, গোলাম কিবরিয়া, আবু সামাদ, রুমেল আহমেদ, আব্দুল হামিদ, আব্দুল খালিক প্রমুখ।

You might also like