লকডাউন তুলে নেয়া হলেও হবিগঞ্জ শহরে কমেনি টমটম ভাড়া
শরিফ চৌধুরী
সত্যবাণী
হবিগঞ্জ থেকে: লকডাউন তুলে নেয়া হলেও হবিগঞ্জ শহরে কমেনি টমটম ভাড়া। চালকরা যাত্রীদের কাছ থেকে ১০টাকা করেই ভাড়া নিচ্ছে। তবে এবার লকডাউন নয়, শহরের প্রধান সড়ক ভাঙাকে দাড় করাচ্ছে অজুহাত হিসেবে। এ নিয়ে চালকদের সাথে যাত্রীদের কথা কাটাকাটিসহ হাতাহাতির ঘটনাও ঘটছে।পুরুষ যাত্রীদের কেউ কেউ প্রতিবাদ করে ৫ টাকা ভাড়া দিলেও নারী ও শিক্ষার্থী যাত্রীদেরকে বাধ্য হয়েই দিতে হচ্ছে ১০ টাকা। এ নিয়ে ক্ষোভের যেনো শেষ নেই।অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার ও নতুন বাসস্ট্যান্ড থেকে চৌধুরী বাজার পর্যন্ত চালকরা এতোদিন ১০ টাকা করে নিলেও বর্তমানে নিচ্ছে ১৫ টাকা করে। পৌরসভা কতৃপক্ষ মাইকিং করে নির্ধারণ করে দিয়েছিলো ৫ টাকা। কিন্তু বর্তমানে চালকরা নিচ্ছে ১০ টাকা করে।
আজ সোমবার হবিগঞ্জ শহর ঘুরে সরেজমিনে দেখা যায়, বিধি নিষেধ উঠে যাওয়ায় অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি ভাড়াও নেয়া হচ্ছে অতিরিক্ত। প্রায় যাত্রীদেরই এমন অভিযোগ রয়েছে। তবে বেশ কয়েকজন চালকের সাথে কথা বললে তারা জানায়, শহরের প্রধান সড়ক সংস্কারের কাজ চলায় তাদেরকে পেছনের রোড দিয়ে ঘুরে আসতে হয় বিধায় তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। চালকদের এমন মনগড়া নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা। অন্যথায় যাত্রীরা আন্দোলনে যাবার হুশিয়ারী দেন।