লজ্জার হার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

ক্রিকেট বিশ্বকাপ: সুপার টুয়েলভে টানা চার ম্যাচে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ইতোমধ্যেই শেষ।হাতে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি।যে ম্যাচে জিতে অন্তত শেষটা রাঙাতে চায় টাইগাররা।তবে টস হেরে ব্যাট করতে নেমে অজি বোলিং তোপে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টের সেই চিরচেনা চিত্র যে পিছুই ছাড়ছে না টাইগারদের। আগের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হওয়ার পর আজ আরও ১১ রান কমে গুটিয়ে যায় বাংলাদেশ দল।

দলের পক্ষে এদিন সর্বোচ্চ ১৯ রান আসে তরুণ শামীম হোসাইনের ব্যাট থেকে। এছাড়া নাইমের ১৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহর ১৬ রানই ছিল উল্লেখ করার মতো স্কোর। অন্যদের মধ্যে দুই অঙ্কেই পৌঁছাতে কেউই।অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। এদিন ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এই লেগ স্পিনার একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া স্টার্ক ও হ্যাজলউড নেন ২টি করে উইকেট।পরে ফিঞ্চ ও ওয়ার্নারের উইকেট হারিয়েই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ ২০ বলে ৪০ করে এবং ওয়ার্নার ১৪ বলে ১৮ করে যথাক্রমে তাসকিন ও শরিফুলের শিকার হন। পরে মার্শ মাত্র ৫ বলেই ১৬ রান তুলে সপ্তম ওভারেই খেলা শেষ করেন।আর এই জয়ে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে রান রেটে দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে সেমির রেসে এগিয়ে গেল অজিরা। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচেই হেরে চলতি বিশ্বকাপের লজ্জাজনক অধ্যায় শেষ করল বাংলাদেশ।

You might also like