লন্ডনে আক্রান্ত বাড়লেও কমেছে সতর্কতার স্তর

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাজ্যে করোনাভাইরাস সতর্কতার স্তর চার থেকে তিনে নামানো হয়েছে। যুক্তরাজ্যের প্রধান মেডিকেল অফিসারগন এই ঘোষণাদেন।তৃতীয় স্তরে আসা ভাইরাস জেনারেল সার্কোলেশন হিসেবে কাজ করবে বলে বিবেচনা করা হচ্ছে।এর ফলে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হতে পারে।

হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক বলেছেন, এটি দেশের জন্য একটি বিশাল মুর্হুত,এতে দেখা যাচ্ছে সরকারের পরিকল্পনা কাজ করছে।সতর্কতা স্তরের হ্রাসের সিদ্ধান্তটি যৌথ বায়োসিকিউরিটি সেন্টারের সুপারিশের পর ঘোষণা করা হয়।ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রধান মেডিকেল অফিসারগন এই সিদ্ধান্তে ঐক্যমত পোষন করেছেন।

You might also like