লন্ডনে বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৯৯- ব্যাচের ছাত্রদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল হামিদ নাছার
সত্যবাণী
লন্ডন: ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, মসজিদ ও খেলার মাঠ এবং বিদ্যালয়ের অবকাঠামো গত উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও সাদীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা’র সাথে যুক্তরাজ্যে বসবাস রত বিদ্যালয়ের এস এস সি ৯৯ ব্যাচের ছাত্রদের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা ৮টায় পুর্ব লন্ডনের মক্কা গ্রিলে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের এস এস সি ৯৯ ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম মহসিন ও শাহ মুর্শেদর যৌথ পরিচালনায় শুরুতে প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আনোয়ার ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেদ আহমদ মুছা,এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তোফায়েল আহমেদ তোফা, জাহিদ আলী, জিল্লুর রহমান, নজরুল ইসলাম হক, মোহাম্মদ আবদুল ছুবহান, শানুর মিয়া, শাহ রিপন, সামছুল ইসলাম ,নজরুল ইসলাম , শাহ ফরহাদ, শাহাবুদ্দিন সাবুল, সুহিন আহমদ,মির্জা জুনেদ, রাসেল আহমেদ, সৈয়দ আলমগীর, কে এম সুহেবুর রহমান, শাহ লিটন, রাশেদ আহমেদ, সাঈদুল ইসলাম, মাইদুল ইসলাম, শরিফ উদ্দিন, নুরুল ইসলাম, আজম আলী, আদান আলী, আলমগীর মিয়া, মাহমুদ আলী, কুতুব উদ্দিন,শুহিন আহমেদ , মিজানুর রহমান রুবেল,প্রধান অতিথি সাহেদ আহমদ মুছা তার বক্তব্যে বলেন একটি মনোমুগ্ধকর আয়োজনের জন্য স্কুলের এস এস সি ৯৯ ব্যাচ অবশ্যই প্রশংসার দাবীদার। এছাড়াও সিনিয়র-জুনিয়র যারা উপস্থিত হয়ে মত বিনিময় সভাকে সুন্দর এবং সফল করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মূল্যবান সময় দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি সকলের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।৯৯-ব্যাচ এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেন,ফজলুল হক রাজিব, ডানেল আহমেদ, বাবলু মিয়া, আনোয়ার হোসেন . শাহ মুর্শেদ ও সাইফুল ইসলাম মহসিন.প্রমুখ।