লন্ডনের রাস্তায় মাস্ক পরে ঘুরে বেড়ালেন অর্ধনগ্ন ব্যক্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনপ্রিয় এবং অন্যতম একটি কার্যকরী উপায় হলো মাস্কের ব্যবহার।বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে।যুক্তরাজ্যেও মাস্ক না পরলে জরিমানার আইন করা হয়েছে।এমন পরিস্থিতিতে লন্ডনের ব্যস্ত রাস্তায় কেবল মাত্র একটি মাস্ক পরে সম্প্রতি এক যুবককে হেঁটে যেতে দেখা গেছে ।সেই যুবকের হেঁটে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে যে তার পরনে পোশাক বলতে কিছুই ছিল না,ছিল শুধু একটি মাস্ক।

জানা গেছে,লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট ধরে এভাবে যুবকের হেঁটে যাওয়া দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেই সময় রাস্তায় উপস্থিত মানুষেরা।তাকে দেখে হতভম্ব হয়ে অনেকেই তাকিয়ে ছিলেন তার দিকে,আবার অনেকে নিজেদের মোবাইলে তার ছবি তুলতে ব্যস্ত ছিলেন।তবে ঠিক কী কারণে সেই যুবক এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।অর্ধ নগ্ন যুবকের এই ছবিটি তুলেছেন রয়টার্সের এক সাংবাদিক।তবে তিনিও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেননি।

You might also like