লরি দুর্ঘটনা: ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজীপুরঃ গাজীপুর সিটি করপোরেশনের মীরের বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি গ্যাস ভর্তি লরির সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, মীরের বাজার এলাকায় গ্যাসভর্তি একটি লরি রেললাইনে উঠার পর হঠাৎ বিকল হয়ে যায়। ঠিক একই সময় ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। টঙ্গী স্টেশন পার হওয়ার পর ওই ট্রেনে গতি কম ছিল যে কারণে ট্রেনটি কিছু দূর গিয়ে থামানো যায়। তারপরও ট্রেনের সাথে লরিটির সংঘর্ষ হয়। এতে লরিটি ছিটকে যায়। পরে ট্রেনটি পেছন দিকে দিয়ে টঙ্গী স্টেশনে ফিরে যায়। এ ঘটনায় চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধারকারী দল এসে লরিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, সন্ধ্যা পৌনে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা লরিটি সরানোর চেষ্টা করছে। রেললাইন থেকে লরিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

You might also like