লাউয়াইতে হাজী তৈমুর খান বাদশাই চেয়ারম্যান দ্বিতীয় স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ‘২৩ উদ্বোধন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মরহুম হাজী তৈমুর খান বাদশাই চেয়ারম্যান দ্বিতীয় স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ‘২৩ উদ্বোধন করা হয়েছে। গত (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে সিলেট নগরির ২৯নং ওয়ার্ডের লাউয়াই উঁচাবাড়ি মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট উপলক্ষে মহল্লার অভ্যন্তরের এ ছোট মাঠকে আলোকমালায় সজ্জিত করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর আতশবাজি দর্শকরা আনন্দের সাথে উপভোগ করেন।যুক্তরাজ্যস্থ লাউয়াই এসোসিয়েশন’র ট্রেজারার, বিশিষ্ট সমাজসেবী ইকবাল লতিফের সভাপতিত্বে এবং লাউয়াই সেবা সংঘের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান আহমদ। বিশেষ অতিথি ছিলেন নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি রিজ্জাদ আহমদ, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি রোটারিয়ান নজমুল ইসলাম খসরু, সিসিক’র আগামী নির্বাচনে নবগঠিত ২৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান রাসেল মাহবুব, অপর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী স্পেশাল পিপি এডভোকেট মুমিনুর রহমান টিটু, সমাজসেবী ডা, এনামুল হক, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী আব্দুর রহমান স্বপন, ক্রীড়া সংগঠক সায়েম আহমদ, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, সায়েম আহমদ ও মাহবুব হাসান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহেদ খান স্বপন। খেলার ধারাভাষ্য দেন আব্দুল আহাদ ও আমিন উদ্দিন আহমেদ। রেফারির দায়িত্ব পালন করেন শামীম আহমদ ও মনির আহমদ।উদ্বোধনী খেলায় লাউয়াই সেবা সংঘ ফুটবল দল ২-০ গোলে জান্নাত এফসি ধরাধরপুরকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে।