লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীতে অবস্থান কর্মসূচি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সংকট কাটাতে সিলেটে লোডশেডিংয়ের সময়সূচি বেঁধে দিলেও ছকের বাইরে দফায় দফায় চলছে বিদ্যুৎ বিড়ম্বনা। নগরীতে বার বার বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছেন দর্জিপাড়া, সোনাপাড়াসহ কয়েকটি এলাকার বাসিন্দারা।অবস্থান কর্মসূচিতে এলাকাবাসী বলেন, গত এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সরকার লোডশেডিংয়ের যে নির্ধারিত শিডিউল দিয়েছেন সেটি না মেনে কর্তৃপক্ষ প্রতিদিন এক/দেড় ঘন্টা করে ৫/৬ বার লোডশেডিং করছে। যার কারণে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করতে পারছে না, অন্যদিকে এলাকার বাসা বাড়িতে বার বার লোডশেডিংয়ের ফলে বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানিসহ রান্না করার জন্য পানি পাওয়া যাচ্ছে না। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। শিক্ষার্থীরা লেখাপড়াও করতে পারছেনা না। তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোডশেডিংয়ের যে শিডিউল দেয়া হয়েছে সে অনুযায়ী যেন লোডশেডিং করা হয়।

এদিকে, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, লোডশেডিং নির্ধারিত ছক অনুযায়ী পরিচালনা করতে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, সোমবার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আম্বরখানা উপকেন্দ্রে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার স্থলে সরবরাহ হয়েছে ১৩ মেগাওয়াট। এছাড়া, শেখঘাট উপকেন্দ্রের ১৪ মেগাওয়াটের স্থলে ৭ মেগাওয়াট দিয়ে কাজ চালাতে হয়েছে। বিতরণ বিভাগ-১ এর আওতাধীন এলাকায় মঙ্গলবার ছক অনুযায়ী ৬ ঘন্টা লোডশেডিং থাকবে বলেও জানান তিনি।নগরীর দর্জিপাড়া, সোনাপাড়াসহ কয়েকটি এলাকার বাসিন্দারা সোমবার দুপুর থেকে মিরাবাজার এলাকায় বিদ্যুত অফিসের সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিদ্যুৎ অফিসে কর্তৃপক্ষ না থাকায় তারা মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করেন। বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ এলাকাবাসীকে বার বার লোডশেডিং না করে নির্দিষ্ট সময়ে লোডশেডিং করার আশ্বস্থ দিলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।অবস্থান কর্মসূচিতে অংশ নেন আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার দিনার খান হাসু, শফিকুর রহমান, সাম বাবু, কুটি দেব, গোপাল চন্দ্র রায়, সুক্রিয় চৌধুরী বাবলু, বিক্রম সিংহ, এজাজ আহমদ, লিমন আহমদ, সাহেদ আহমদ, মৌসুম, তপু প্রমুখ।প্রসঙ্গত, ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি)’র নির্দেশনানুযায়ী সিলেটেও লোডশেডিং হচ্ছে। যোগাযোগ করা হলে, বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির জানান, চাহিদার সাথে সরবরাহের সমন্বয় রেখে লোডশেডিং চলছে। তবে, পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে বলেও জানান তিনি।

You might also like