শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলররা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।২০২০ সালের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করোনার কারণে স্থগিত হয়ে যায়।তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়।১ ফেব্রুয়ারি তার ১৮০ দিন দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।